টাকা ফেরত চাওয়ায় শ্লীলতাহানি! বাধা দিয়ে আক্রান্ত নির্যাতিতার দিদিও, কাঠগড়ায় বিজেপি নেতা

0
3

মহিলাদের উপর আক্রমণে ফের কাঠগড়ায় BJP। বাগদার নতুনপাড়া এলাকায় টাকা ফেরৎ চাওয়ায় মহিলার জামা-কাপড় ছিঁড়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর দিদিও। ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন আহত ২ মহিলা।নির্যাতিতার বয়ান অনুযায়ী, জমি পাইয়ে দেওয়ার নাম করে BJP পঞ্চায়েত সদস্য বিজয় বাইন মহিলার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছিলেন।  এদিকে ২ বছর কেটে গেলেও তিনি জমি দেননি। শুক্রবার রাতে বিজয়ের কাছে টাকা চান নির্যাতিতা মহিলা। অভিযোগ, তার জেরেই শনিবার সকালে লোকজন নিয়ে ওই মহিলার উপর চড়াও হয় বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাকে বেধড়ক মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়া হয়। ঠেকাতে গেলে রেহাই পাননি তাঁর দিদিও।নির্যাতিতা জানান “আমি অসহায় বিধবা। দুবছর ধরে আমার টাকা দিচ্ছে না। আমি টাকা ফেরত চাওয়ায় টাকা দিতে অস্বীকার করে। প্রতিবাদ করেছিলাম তাই বাড়িতে লোকজন নিয়ে এসে আমাকে, আমার দিদিকে বেধড়ক মারধর করে। দিদির পেটে লাথি মারে। জামাকাপড় ছিঁড়ে দেয়।”

অন্যদিকে সিন্দ্রানি অঞ্চল তৃণমূল (TMC) সভাপতি সৌমেন ঘোষ (Soumen Ghosh) বলেন, “ওই মহিলারাও ওঁকে ভোট দিয়ে জিতিয়েছে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত দিচ্ছে না। টাকা চেয়েছিল তাই বেধড়ক মারধর করে। ওর দিদি-বোনকেও মারধর করে। এটাই বিজেপির কালচার। অসহায় বিধবা মহিলা এখন পুলিশের দ্বারস্থ।”