শিক্ষক দিবসে পাতে ভালো-মন্দ পড়বে এই আশা সকল পড়ুয়াদেরই থাকে। কিন্তু তাই বলে তাতে একেবারে ইলিশ মাছ পড়বে সেই আশা বোধ হয় করতে পারেনি ফলতা প্রাথমিক বিদ্যালয়ের খুদেরা। শিক্ষক দিবসের দিন দক্ষিণ ২৪ পরগনার ফলতার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এরূপ রাজকীয়ভাবেই পালন করা হলো শিক্ষক দিবস। সেদিনের মিড ডে মিলে ইলিশ মাছ ভাজা থেকে ইলিশ ভাপা সবই ছিল মেনুতে। বলা যায় শিক্ষক দিবসে কার্যত ইলিশ উৎসব পালিত হল স্কুলে। এত সঙ্গে পালন করা হয় সেদিন ৭৬ জন ছাত্রছাত্রীর জন্মদিন। শিক্ষকদের এই আয়োজন দেখে খুশি পড়ুয়ারা।
শুধু ফলতার এই স্কুল নয়, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় রাজ প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের খাওয়ানো হলো বাসন্তী পোলাও, চিকেন কষা ও রসগোল্লা। শিক্ষক শিক্ষিকাদের কাছে ছাত্র ছাত্রীরা আবদার করেছিল প্রতিদিনের মেনু থেকে সরে এসে শিক্ষক দিবসের দিন একটু অন্য কিছু খাওয়ানো হোক। আর সেই আবদার মেনেই ভাত, ডাল, সবজির বদলে মাংস-পোলাও খাওয়ানো হলো পড়ুয়াদের।
আরও পড়ুন- Justice for Konnagar: ‘বিনা চিকিৎসায়’ যুবকের মৃত্যুর প্রতিবাদে মিছিল-মানববন্ধন