ড্যামেজ কন্ট্রোলে আজ ফের কলকাতায় ‘অভয়া’ ক্লিনিক!

0
1

আরজি কর কাণ্ডের প্রতিবাদে যেভাবে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা, তাতে ভোগান্তি বাড়ছে বই কমছে না । ভুগছেন সাধারণ মানুষ ।শত অনুরোধেও কান দিচ্ছেন না চিকিৎসকরা। আর তারই মাঝে নাটক করে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য আজ ফের কলকাতায় ‘অভয়া’ ক্লিনিক।

গত রবিবারের মতো আজও কলকাতা ও আশপাশের ২৯টি জায়গায় রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি বসবে ‘জনতার মতামত, রাজপথে আদালত’। যেখানে হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ, মধ্যবিত্তরা দুর্ভোগের শিকার হচ্ছেন দিনের পর দিন, সেখানে এই পরিষেবার নাটক কেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।

রবিবার রোগী দেখা হবে হাবরা স্টুন্ডেন্টস ক্লাব, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, রায়গঞ্জের হাসপাতাল মোড়, শিলিগুড়ির কাওয়াখালি মোড়, বারাসত মেডিক্যাল কলেজের গেট, দক্ষিণ বারাসতের লেবুতলা, মগরাহাট, বারুইপুর, ভোজেরহাট, কোন্নগর, তমলুক, পাঁচলা, সুভাষগ্রাম, কামারহাটি, জোকার ডায়মন্ড পার্ক, মেদিনীপুর কলেজ মাঠ, বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাব কলেজও।
প্রশ্ন উঠছে, রোগী দেখার ক্লিনিকের নামে কোন ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন জুনিয়র চিকিৎসকরা? সময়ই তার উত্তর দেবে।