এবার শৃঙ্খলার পাঠ দেওয়া হবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের!

0
2

এবার শৃঙ্খলার পাঠ দেওয়া হবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। আইন-শৃঙ্খলার দায়িত্ব কীভাবে সামলাতে হয়, চাকরির সময় কীভাবে শৃঙ্খলা পরায়ণ হিসাবে থাকা উচিত, সেই বিষয়ে সিভিক ভলেন্টিয়ারদের পাঠ দেবে  রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ।এরই পাশাপাশি কী করা উচিত ও উচিত নয়, বিভিন্ন আইনের ধারায় কী কী বলা আছে, এই বিষয়েও ৪৫ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের।জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই বিশেষ প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ।নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন।প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ারদের আচরণ নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠছে।