গত বৃহস্পতিবারই দেশের হয়ে খেলতে নেমে নজির গড়েছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে আন্তর্জাতিক ফুটবলে ৯০০টি গোল করেছেন সিআরসেভেন। আর এরপরই বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য করলেন রোনাল্ডো। বলেন, ইউরো কাপ জিতেই তাঁর বিশ্বকাপ জয়ের স্বাদ নেওয়া হয়ে গিয়েছে।
বিশ্বকাপ প্রসঙ্গে রোনাল্ড বলেন , “ পর্তুগালের ইউরো কাপ জেতা মানেই বিশ্বকাপ জেতার সমান। আমি প্রচণ্ড ভাবে চেয়েছিলাম, এমন দুটো ট্রফি ইতিমধ্যেই পর্তুগালের হয়ে জিতে ফেলেছি। তাই বিশ্বকাপ নিয়ে আর অনুপ্রাণিত নই। ” উল্লেখ, পাঁচটি বিশ্বকাপ খেলে ফেললেও এখনও সেই ট্রফি হাতে তোলা হয়নি রোনাল্ডোর। তবে ২০১৬-তে জিতেছেন ইউরো।
এদিকে ৯০০ গোল করে রোনাল্ডো বলেছিলেন, “ ৯০০ গোল বাকি যে কোনও মাইলফলকের মতোই। কিন্তু আমি জানি ৯০০ গোলে পৌঁছতে প্রতিদিন আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমার কেরিয়ারের এটা গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি রেকর্ড ভাঙি না। রেকর্ড আমাকে তাড়া করে।”
আরও পড়ুন- দেশের জার্সিতে শেষ ম্যাচে আবেগঘন সুয়ারেজ