কার্গিলে পাক সেনাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ফাঁস সেনাপ্রধানের!

0
2

জঙ্গিদের আঁতুড়ঘর প্রতিবেশি পাকিস্তান। ভারতের তরফ থেকে বারবার এই দাবি বিশ্ব দরবারে তুলে ধরা হলেও কান দেয়নি শান্তি প্রতিষ্ঠার বাহকরা। এবার পাকিস্তানের (Pakistan) সেনা প্রধান নিজে স্বীকার করলেন ভারতে জঙ্গি হামলা বলে দাবি করা যুদ্ধও আসলে পাক স্পনসরড। ডিফেন্স ডে উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যেই এই দাবি পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের (Asim Munir)।

ভারত-পাকিস্তানের মধ্যে দেশের স্বাধীনতা ও দেশভাগের পরে একাধিক প্রত্যক্ষ যুদ্ধ হয়েছে যার মধ্যে অন্যতম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। ডিফেন্স ডে-তে (Defense Day) সেনাবাহিনীকে যুদ্ধ নিয়ে বার্তা দিতে গিয়ে ধন্যবাদ ও শ্রদ্ধা জানান সেনা প্রধান মুনির। সেই সময়ই তিনি বলেন, “শত্রুদের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করা ও শহিদ হওয়া যোদ্ধাদের কুর্নিশ জানাই। বাস্তবেই পাকিস্তানি সেনাবাহিনী একটি সফল ও সাহসী সেনাবাহনী। তাঁরা স্বাধীনতার মূল্য ও তাঁর মর্যাদা কীভাবে দিতে তা সঠিকভাবে জানে।”

এই প্রসঙ্গেই একাধিক লড়াইয়ের উল্লেখ করেন সেনাপ্রধান। সেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাক সেনার বাহাদুরিকে কুর্নিশ জানানো হয়। সেনাপ্রধান বলেন, “হাজার হাজার শহিদ হয়েছেন ভারতের সঙ্গে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে (Kargil War)।” কার্যত এখানেই প্রতিবেশী দেশের সেনাপ্রধান মুনির স্বীকার করে নেন আদতে ভারতে জঙ্গি হামলার নামে চালানো সব হামলাই পাকিস্তানের সরকার পোষিত।