আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আর এরই মধ্যে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে আন্দোলন জারি রেখে পরিষেবা সচল রাখার আবেদন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

কর্মবিরতি জেরে আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পরিষেবা না দিয়ে রেফার করার অভিযোগ ওঠে। তার জেরেই পথে মারা যান দুর্ঘটনায় গুরুতরে যখন বিক্রম। যুবকের মায়ের অভিযোগ, “সঠিক সময়ে চিকিৎসা পেলে ছেলেটা বেঁচে যেত।” এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“বাইক দুর্ঘটনায় গুরুতর আহত কোন্নগরের এক যুবক কার্যত চিকিৎসা না পেয়ে মারা গেল। ৩ ঘণ্টা ক্রমাগত তাঁর রক্তপাত হয়। যদিও আমি মানছি, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য এবং বৈধ। #RGKar-এর চিকিৎসকদের কর্মবিরতির জেরেই এই পরিণতি। প্রতিরোধযোগ্য অবহেলার কারণে মৃত্যু হতে দেওয়া অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার কারণে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।” এরপরের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর্জি জানান, “আমার বিনীত অনুরোধ, পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক।”

মৃত তরুণের মায়ের আক্ষেপের পরেই এক্স হ্যান্ডেলে আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই আর জি কর-কাণ্ড নিয়ে সহানুভূতিশীল অভিষেক। এই বিষয়ে জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানান। তবে কর্মবিরতির জেরে রোগী পরিষেবা ব্যাহত, সর্বোপরি রোগী মৃত্যুর প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানালেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন- বিচার চাই, নৈরাজ্য নয়! গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ





 
 
 
 

































































































































