আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে শনিবার রাজভবন অভিযান করলেন চিকিৎসক ও নার্সরা। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন অভিযান করেন চিকিৎসক ও নার্সরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু রাজভবন গিয়েও তাঁর সঙ্গে দেখা হয়নি চিকিৎসকদের। কারণ রাজ্যপাল ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়েছেন প্রতিবাদীরা।

শনিবার কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয় রাজভবন অভিযান। জুনিয়র চিকিৎসক ও নার্সদের সঙ্গে অভিযানে হাঁটেন প্রবীণ চিকিৎসক ও সাধারণ মানুষ। কিন্তু রাজভবন গিয়েও তাঁর সঙ্গে দেখা হয়নি চিকিৎসকদের। কারণ রাজ্যপাল ছিলেন না। অবশেষে চিকিৎসকদের ৫ জনের প্রতিনিধি দল রাজভবনে যায়। রাজ্যপাল না থাকায় তাঁর সেক্রেটারির হাতেই ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রতিবাদীদের অভিযোগ, রাজ্যপাল কথা দিয়েও শেষ মুহূর্তে দেখা করেননি। কেন, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন- অভিনেত্রীর সঙ্গে অভব্যতা, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাসপেনশন অরিন্দম শীলকে








































































































































