অভিনেত্রীর সঙ্গে অভব্যতা, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাসপেনশন অরিন্দম শীলকে

0
1

মালায়লি চলচ্চিত্র জগতে অভিনেত্রীরা শারীরিক হেনস্থা নিয়ে সরব হওয়ার পরে টলিউডে তা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিশেষত আর জি করের ঘটনার পরে ফের এই ধরনের পুরোনো অভিযোগ নিয়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের শিল্পীরা। তেমনই এক অভিনেত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগে এবার পরিচালককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।

চলচ্চিত্র জগতে বলিউড থেকে টলিউড, অভিনেত্রী বা মহিলা কলাকুশলীরা অনেক সময়ই এই ধরনের অভিযোগ তুলেছেন। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এমন অভিযোগে সরব হয়েছিলেন সুস্মিতা সেনও। এবার বাংলার এক অভিনেত্রীর অভিযোগ, এক্স=প্রেম নামে এক ছবির (Film) শুটিংয়ের সময় দৃশ্য বোঝানোর নামে অভিনেত্রীকে স্পর্শ করে অশালীন আচরণ করেন অরিন্দম। অভিনেত্রী আপত্তি করেন। দায়ের হয় অভিযোগ।

সেই অভিযোগে দ্রুত পদক্ষেপ নেয় রাজ্য মহিলা কমিশনও। অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার পরিচালকদের সংগঠনের তরফ থেকে প্রথম কোনও পদক্ষেপ নেওয়া হল এই অভিযোগে।