ফের আধার হয়রানি! কেন্দ্রের নতুন নির্দেশিকায় জারি থাকছে অস্বস্তি

0
1

নোটবন্দি থেকে আধারের সঙ্গে প্যান-আধার সংযুক্তকরণ। গোটা দেশের মানুষকে দিনের পর দিন হয়রান করার পরেও সাধ মেটেনি কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের। গোটা দেশের মানুষ গ্যাঁটের কড়ি খরচ করে সেই প্রক্রিয়াও সম্পন্ন করার পরে ফের একবার হয়রানি শুরু হতে চলেছে। এবার প্রতি দশ বছর অন্তর এমন হয়রানির সম্মুখিন হতে হবে, কেন্দ্রের নতুন নির্দেশিকায়।

বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইল নম্বরের সঙ্গেও নাগরিকদের আধার কার্ডও সংযুক্ত, জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার চাইছে প্রতি দশ বছর অন্তর দেশের নাগরিকরা তাদের আধার কার্ডের নবীকরণ করিয়ে নিক। এই প্রসঙ্গে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে মোদি সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেশনের সুযোগ দেবে। এই সময়সীমার পরে সরকার নির্ধারিত ৫০ টাকা ‘ফি’ প্রদান করে আধার আপডেট করা যাবে।

দেশের মানুষ যাতে ফের আধার হয়রানি নিয়ে সরব না হতে পারে, তার জন্য় কিছু গাজরের মতো সুবিধার শর্তও দিয়েছে কেন্দ্রের সরকার। আধার কার্ডের নবীকরণের সময়ে নাগরিকরা তাদের নিজেদের বাসস্থানের পরিবর্তনও আধারে উল্লেখ করতে পারবেন। একইসঙ্গে কেউ প্রয়োজন মনে করলে আধারে ছাপা নিজেদের পুরোনো ছবিও পরিবর্তন করতে পারবেন৷ বদলানো যাবে নিজেদের মোবাইল নম্বরও। সব ক্ষেত্রেই নাগরিকদের প্রদেয় তথ্য নতুন আধারে উল্লেখ করা হবে।