ফের বিজেপি শাসিত বদলাপুরে জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে গণধর্ষণ!

0
1

ফের খবরের শিরোনামে মহারাষ্ট্রের বদলাপুর স্কুলে দুই শিশুর যৌন হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই গণধর্ষণ কাণ্ডে ফের শিরোনামে বিজেপি রাজ্য মহারাষ্ট্রের বদলাপুর। এবার যুবতীকে জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে গণধষর্ণের অভিযোগ তারই বন্ধুদের বিরুদ্ধে।এই ঘটনায় ইতিমধ্যে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত বুধবার। জন্মদিন উপলক্ষ্যে নির্যাতিতার এক বান্ধবী তার পরিচিত বছর চল্লিশের এক ব্যক্তির ফ্ল্যাটে পার্টির আয়োজন করে। সেই পার্টিতে উপস্থিত ছিল ফ্ল্যাটের মালিক সন্তোষ ও নির্যাতিতার বান্ধবি ভূমিকা ছাড়া আরও কয়েকজন বন্ধু।অভিযোগ, সেই পার্টি চলাকালীন পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে অচৈতন্য করে ওই মহিলাকে দুই অভিযুক্ত ধর্ষণ করে।

এদিকে নিজের মেয়েকে রাতে একাধিক বার ফোনে না পেয়ে  নির্যতিতার বান্ধবী ভূমিকার সঙ্গে যোগাযোগ করে পরিবার।তখনই বাবা-মা জানতে পারেন যে তাদের মেয়ে মদ্যপান করে ফ্ল্যাটে ঘুমাচ্ছে। পরের দিন মেয়েকে আনতে তারা সেই ফ্ল্যাটে উপস্থিত হন। মেয়ের সঙ্গে খারাপ কিছু ঘটেছে বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যান নির্যাতিতার পরিবার। এরপর ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়ে থানার দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা। সেই অভিযোগের তদন্তে  নেমে পুলিশ বান্ধবী ভূমিকা সহ ফ্ল্যাট মালিক সন্তোষ ও শিবম দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।