বিধানসভায় পাশ হয়ে অপরাজিতা বিল সংক্রান্ত ‘টেকনিক্যাল রিপোর্ট’ (Technical Report) রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) কাছে পাঠানো হয়েছে। গত ৩ সেপ্টেম্বর পাশ হওয়া ওই বিল বুধবার রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হলেও তার সঙ্গে ওই টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি। যে কারণে রাজ্যপালের তরফে ওই বিল নিয়ে আপত্তি জানানো হয় বলে জানা গিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক বৈঠক করেন। তারপরেই এই রিপোর্ট রাজভবনের পাঠানো হয়েছে।
৩ সেপ্টেম্বর বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ হওয়ার পরে তা রাজভবনে পাঠানো হয়েছে। বিল পাশের পর নিয়ম মেনে সেটি পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজভবন সূত্রে খবর, সরকারের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল বোস। এর পরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় নথি আজকের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, “আজকের মধ্যেই বিলের Technical Report চলে যাবে। অবিলম্বে পাশ করান উচিত রাজ্যপালের। অন্য রাজ্য সঙ্গে এখানকার বিষয় আলাদা। এখানে সাম্প্রতিক ঘটনায় রাজ্যবাসীর মনে যে উদ্বেগ দেখা দিয়েছে, তার জন্য দ্রুত এই বিল আইনে পরিণত করা উচিৎ। সংবিধানে সবই রয়েছে। প্রয়োজন ‘টেকনিক্যাল রিপোর্ট’ না পেলেও বিল যাচাই করে নিতে পারেন রাজ্যপাল।“ এখন কবে, রাজ্যপাল সম্মতি দেন সেটাই দেখার।













Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































