আর জি কর কাণ্ডের মধ্যেই টালা থানার (Tala PS) ওসি বদল হল। বৃহস্পতিবার মধ্যরাতে লালবাজার তরফ থেকে টালা থানার দায়িত্ব দেওয়া হয় শ্যামপুকুর থানার (Shyampukur PS) অতিরিক্ত ওসি মলয় দত্ত-কে (OC Malay Dutta)। শুক্রবার, দায়িত্ব বুঝে নেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আগের ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mandol)।আর জি কর কাণ্ডে বারবার উঠে এসেছে টালা থানার (Tala PS) ওসি অভিজিৎ মণ্ডলের নাম। সিবিআই তদন্তভার গ্রহণ করার পর একাধিক বার তাঁকে তলব করে CBI। হাজিরাও দেন তৎকালীন ওসি অভিজিৎ। কিন্তু বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণে শহরের একাধিক হাসপাতালে ঘুরে উদ্বেগ ও ডিহাইড্রেশনের উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এর পরে মাঝ রাতেই লালবাজারের তরফে টালা থানার দায়িত্ব দেওয়া হয় মলয় দত্তকে।
অভিজিৎ মণ্ডলকে নিয়ে আরজি কর-কাণ্ডের আবহে বারবার বিতর্ক দানা বেঁধেছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই টালা থানার ওসিকে তলব করার পাশাপাশি কেস ডায়েরি তলব করেছিল তদন্তকারী সংস্থা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.