সুপ্রিম কোর্টে (Supreme Court) স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ১০ সেপ্টেম্বর। আগের দুদিন মামলার শুনানি হয়নি। মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

গত ৫ সেপ্টেম্বর এসএসসির (SSC) প্রায় ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু CJI-এর অসুস্থতার কারণে তিনি এজলাসে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দেন। ফলে বৃহস্পতিবার সুপ্রিম আদালতের এক নাম্বার কোর্টের মামলা শুনানি হয়নি। এরপর নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয় যে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর চাকরি বাতিল মামলাটি এজলাসে উঠবে। ২০১৬ সালের SSC-র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে, এপ্রিল মাসে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরপরই যোগ্য প্রার্থীরা সুপ্রিম দ্বারস্থ হন। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যদি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। মঙ্গলবার এই মামলায় কী রায় দেয় সুপ্রিম আদালত সেদিকে নজর থাকবে।











































































































































