আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক। গত ১৪ অগাস্ট রাতে রিমঝিম সিংহ (Rimjhim Ghosh)-এর ডাকেই রাস্তায় নেমেছিলেন মেয়েরা, পা মিলিয়েছিলেন পুরুষেরাও। এবার সেই রিমঝিমের ডাকেই আবারে রাত দখল কর্মসূচি। ৯ তারিখ ওই নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার একমাস পূর্ণ হচ্ছে। সেই কারণে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’- নামে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে ’ভোর দখল’-এর ডাক দিলেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ (Mantu Ghosh)। নাগরিক সমাজের আন্দোলনের সমর্থন আছে। তবে এই নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের বিরোধী বলে দলে অবস্থান স্পষ্ট করেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।আরজি কর- কাণ্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে ১৪ আগস্ট রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। এবার, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের একমাসে পূর্ণ হওয়ার দিন ফের রাত দখল হবে। শুক্রবার বিকালে সেই আহ্বায়ক রিমঝিম সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করে নতুন কর্মসূচির ডাক দেন। এই কর্মসূচির নাম ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। তাঁর কথায়, যেভাবে গুপী-বাঘা রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান। এই কর্মসূচিতে বাংলা ব্যান্ড, সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের আহ্বান জানিয়েছএন রিমঝিম।
এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “নাগরিক সমাজ যখন কোনও আন্দোলন করে তখন আমরা কখনও নেতিবাচক ভূমিকা পালন করি না। নাগরিক সমাজের উদ্বেগ, প্রশ্ন, ন্যায় বিচারের দাবি ও আন্দোলনের পাশে তৃণমূল সর্বদা আছে।“ তবে কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক মুখোশ নিয়ে কোনও কর্মসূচি করলে সেখান থেকে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন তিনি। পাশাপাশি, তিনি মনে করিয়ে দেন তদন্তভার এখন সিবিআইয়ের হাতে যা সিজিও কমপ্লেক্স ও বিচার হচ্ছে সুপ্রিম কোর্টে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.