কালীঘাটের কাছে ২-১ গোলে হার বাগানের

0
2

শেষ ম্যাচে ডার্বি জয় হলেও, কলকাতা লিগে ফিরতেই ফের হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে হারল ২-১ গোলে। কলকাতা লিগের সুপার সিক্সের রাস্তা আগেই বন্ধ হয়েছে। মনে করা হচ্ছিল লিগের বাকি কয়েক ম্যাচ নিজেদের সেরা পারফরম্যান্স দেবে সবুজ-মেরুন। কিন্তু ডার্বি জয়ের পর লিগের ম্যাচে হারের মুখ দেখে মোহনবাগান।

এদিন ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। তবে শুরুতেই ধাক্কা খায় সবুজ-মেরুন। ৩৫ মিনিটে হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট। অভয়ের ফ্রিকিক থেকে যখন হোরাম জালে বল জড়ান। যদিও মতখন কোনও মোহনবাগান ডিফেন্ডার তাঁকে সেভাবে মার্কই করতে পারলেন না। এরপর পালটা আক্রমণে ঝাপায় সবুজ-মেরুন। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আদিল আবদুল্লা। কিন্তু তার পরে আর বাগানের খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা যায়নি। ৭০ মিনিটের মাথায় সৈকত গোল করে আবার এগিয়ে দেন কালীঘাটকে। আর ফিরতে পারেনি বাগান। ১-২ গোলে হারে তারা।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান, মাঠে নামার আগে কী বললেন কোচ?