আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে সিবিআই।তাকে জেরা করে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে।বলা যেতে পারে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান মিলছে। এভাবেই সিবিআইয়ের নজর এবার স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ তিন চিকিৎসকের ওপর৷ সিবিআইয়ের দাবি, আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে তারা নিজেদের প্রভাব খাটিয়েছেন। স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় ওই তিন চিকিৎসক সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদত দিয়েছেন।সিবিআই সূত্রে আরও দাবি করা হয়েছে, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদও হয়। কিন্তু ওই তিন চিকিৎসকের মাধ্যমে রীতিমতো হুমকি দেওয়া হয় প্রতিবাদীদের৷সন্দীপ এখন সিবিআই হেফাজতে।তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷
যদিও আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলাটি শুনানি হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ যে আজ বসবে না, তা আগেই জানানো হয়েছিল।শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।তাই ফের কবে আরজি কর মামলার শুনানি হবে তা জানা যায়নি।














 
 
 
 


























































































































