বিনিয়োগ করলেই টাকা দ্বিগুণ! টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করেই এভাবে হাজার হাজার মানুষকে প্রতারিত করার বড় চক্র চলছিল অসমে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্তরা। জানা গিয়েছে, অনলাইনে স্টক মার্কেটে বিনিয়োগ করার নাম করেই ২২ হাজার কোটি টাকার প্রতারণা অসমে।

পুলিশ জানায়, অনলাইন ট্রেডিং দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডিব্রুগড়ের বাসিন্দা বিশাল ফুকান ও গুয়াহাটির বাসিন্দা স্বপ্নিল দাসকে। অসম জুড়ে এই অনলাইন দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের সন্দেহ। এই ঘটনায় আরও অনেককে গ্রেপ্তার করা হবে বলে অসম পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতারকরা বিলাসবহুল জীবনযাপন করত। এভাবে সাধারণ নাগরিকদের একাংশকে প্রলুব্ধ করে ৬০ দিনের ভিতর বিনিয়োগের ৩০ শতাংশ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত ২২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবে ওই টাকা এখনও উদ্ধার করা যায়নি। ঠিক কতজন নাগরিক এই প্রতারণা চক্রের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেও এখনও জানা যায়নি।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, বৃহস্পতিবার হচ্ছে না আর জি কর মামলার শুনানি
এই প্রতারণা চক্র সামনে আসতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়েছেন।







































































































































