আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে রবিবার রাতভর অবস্থান করছে নাগরিক সমাজ। রাতে সেখানেই হানা মত্ত যুবকের। অভিযোগ অবস্থান চলাকালীন আচমকা সেখানে ঢুকে পড়েন ওই যুবক। চেষ্টা করেন বলেও অভিযোগ। পুলিশের তৎপরতায় তাঁকে আটক করা হয়।

আরজি করের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে এদিন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে পা মেলান সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো টলিউডের সেলেবরা। ছিলেন জুনিয়র চিকিৎসক, বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারাও। দুপুর ৩টেয় মিছিলে শুরু হয়। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার হওয়ার পরে বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়। ভোর ৪টে পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার কথা জানান মিছিলের উদ্যোক্তারা।

যে জায়গায় স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা অবস্থান-বিক্ষোভ করছেন, সেখানে আচমকাই ঢুকে পড়েন এক মত্ত যুবক। অভিযোগ, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানিও করেন। পুলিশ গিয়ে অভিযুক্তকে সরিয়ে নিয়ে যায়। প্রথম তাঁকে একটি পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয়। পরে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- চিকিৎসার জন্য হায়দরাবাদ রওনা দিলেন ‘নবান্ন অভিযানে’ আক্রান্ত সার্জেন্ট দেবাশিস







































































































































