রবিবার দুপুরে নাগরিক সমাজের মহামিছিল হল । কলেজ স্কোয়ারে জমায়েত হলেন সেলিব্রিটি থেকে আমজনতা।কে ছিলেন না সেই মিছিলে। স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষালের মতো একঝাঁক সেলিব্রিটি। মিছিলে ছিলেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, বাদশা মৈত্র। কোনও দলের বা পতাকার নয়, এই মিছিল ছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে একটি মঞ্চ, যার নাম “আমরা তিলোত্তমা”। মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বেগুনি ফেট্টিতে লেখা ‘তিলোত্তমা’।
রবিবার বেলা তিনটে থেকে শুরু হয় মহামিছিল। এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ১১ টি দাবি জানানো হবে।মিছিলে পা মেলান চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রী।কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারাও যোগ দিয়েছেন এই মহামিছিলে।
অপর্ণা সেন বলেন,”সকলে নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে, তা এখনও আমরা জানি না।মাত্র একজন গ্রেফতার হয়েছে। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলছে, খবর আমাদের কাছে নেই।নির্যাতিতার পরিবারকে জবাব দেওয়ারও দায়বদ্ধতা আছে।”মিছিলে দোষীদের ফাঁসির পাশাপাশি সিবিআইয়ের তদন্তের ঢিলেঢালা মনোভাব নিয়েও প্রতিবাদে সোচ্চার হন নাগরিক সমাজ।কয়েক হাজার মানুষ এই মিছিলে পা মেলান।কলেজ স্কোয়ারে শুরু হয়ে এই মিছিল শেষ হয় ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে।একদিকে প্রত্যেকের হাতে ছিল প্রতিবাদি প্ল্যাকার্ড, আর গলায় বিচারের দাবিতে স্লোগান।
 
 
 
 
 



 
 
 
 





 


























































































































