১) ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। এদিন টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল ৪-৩ গোলে। এই জয়ের ফলে প্রথমবার ডুয়ান্ড জয়ের স্বাদ পেল নর্থইস্ট। ২ গোলে এগিয়ে থেকেও এদিন হারের মুখ দেখল জোসে মোলিনার দল। এই হারের ফলে পরপর দু’বার ডুরান্ড জয় হল না মোহনবাগানের।

২) পরপর দু’বার ডুরান্ড কাপ জয় হল না মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ২-০ গোলে এগিয়ে থেকেও হারের মুখ দেখে সবুজ-মেরুন। এই হারে হতাশ বাগান ফুটবলাররা। হতাশ মোহনবাগান কোচ জোসে মোলিনা। হারের দায় নিলেন নিজের ঘাড়ে।

৩) ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের ঝুলিতে। তৃতীয় দিনেও শুটিং থেকে আরও একটি পদক পেল ভারত। শনিবার প্যারিসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। চলতি প্যারালিম্পিক্সে যা ভারতের পঞ্চম পদক। সব মিলিয়ে শ্যুটিং থেকে পদক এল চার-চারটি।
৪) শরীরের ওজন বেশি। সামলাতে পারলেন না ভারসাম্য আর তার জেরেই আউট পাকিস্তানের ক্রিকেটার আজম খান । পাকিস্থান টেস্ট দলে নেই তিনি। এই মুহুর্তে ১৩৬ কেজি পাক ক্রিকেটার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আর সেখানেই ঘটে এমন ঘটনা।
৫) বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ড্যানিয়েন ওয়াট। কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অলরাউন্ডার। শেষ পর্যন্ত তিনি বিয়ে করলেন বান্ধবী জর্জি হজকে। গত বছর দক্ষিণ আফ্রিকায় বাগদান সেরেছিলেন তাঁরা।
আরও পড়ুন- ২-০ গোলে এগিয়ে থেকেও হার, ডুরান্ডের ফাইনালে হারের পর কী বললেন বাগান কোচ মোলিনা ?










































































































































