আজ ডুরান্ড কাপের ফাইনাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং নর্থইস্ট ইউনাইটেড। গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। সেই ধারাই বয়ে নিতে মরিয়া সবুজ-মেরুন। একটি দলের সামনে খেতাব ধরে রেখে রেকর্ড ১৮বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অন্য দলটির কাছে প্রথমবার ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ।

ধারে-ভারে মোহনবাগান এগিয়ে থেকেই নামবে মেগা ফাইনালে। তার উপর নিজেদের মাঠে যুবভারতীর গ্যালারির সমর্থন অ্যাডভান্টেজ দিমিত্রি পেত্রাতোসদের। কিন্তু পেশাদারিত্বের বর্ম গায়ে চাপিয়ে বাগান কোচ জোসে মোলিনা সাফ জানিয়ে দিলেন, তাঁর দল ফেভারিট নয়। এই ম্যাচে ঘরের মাঠের সুবিধাও তাঁরা খুব একটা পাবে না। মোহনবাগান কোচের কথায়, ‘‘ঘরের মাঠে সমর্থকদের সামনে ফাইনাল খেলতে পেরে ভাল লাগছে। কিন্তু ফাইনালে নিজেদের সমর্থকদের সামনে খেলার সুবিধা আমরা পাব না। আমরা ফেভারিট নই। কারণ, ম্যাচটা এগারো জন বনাম এগারো জনের। নর্থইস্ট শক্তিশালী দল। ম্যাচটা কঠিন হবে। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার চাপও থাকে। তবে চাপ সামলানোর ব্যাপারে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট অভিজ্ঞ।’’
কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেনাল্টি শুটআউটে জিতে ফাইনালে উঠেছে দল। রক্ষণের ভুলে পিছিয়ে পড়েও পরপর দুটো নক আউট ম্যাচ বের করার তৃপ্তির থেকেও চিন্তা বেশি মোলিনার। দু’দিনের অনুশীলনে রক্ষণে ফাঁকফোকর ভরাটের কাজ করেছেন। প্রতিপক্ষের গতি ও আক্রমণভাগের প্রশংসা করে মোহনবাগান কোচ বলছেন, ‘‘নর্থইস্টের উইং শক্তিশালী। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদেরও পাল্টা রণকৌশল থাকবে।’’ পরপর টাইব্রেকারে জিততে হলেও ফাইনাল ৯০ মিনিটেই শেষ করতে চান মোলিনা।
গ্রেগ স্টুয়ার্ট নিজে চান শুরু থেকে খেলতে। কিন্তু মোলিনার অনুশীলন দেখে মনে হয়েছে, ফাইনালেও স্কটিশ তারকাকে পরিবর্ত হিসেবে খেলতে দেখা যেতে পারে। দিমিত্রি ও জেসন কামিন্স জুটিকে সামনে রেখেই হাইল্যান্ডারদের বাধা টপকে মোহনবাগান কোচ হিসেবে প্রথম ট্রফি জিততে চান বাগানের নতুন স্প্যানিশ বস।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস










































































































































