আর জি কর আবহের মধ্যেই এবার কাঠগড়ায় ফের এক ডাক্তার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, শনিবার সকালে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে গড়িয়াহাট থানার (Gariahat PS) পুলিশ।


পুলিশ সূত্রে খবর, গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় (Gariahat PS) অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগ, গড়িয়াহাট এলাকার ওই ডাক্তারের বাড়িতে চার বছরের বেশি সময় থাকতেন তিনি। তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাক্তার। সেই কারণেই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু গত,।জুন মাসে আচমকাই ওই মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন
ওই চিকিৎসক। বিয়ে করতেও অস্বীকার করেন।

অভিযোগকারিণী পেশায় রিসেপশনিস্ট। কেন তাঁকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গত ২৯ জুলাই গড়িয়াহাট থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: গণধর্ষণে অভিযুক্তদের জামিন! যোগীরাজ্যে বিজেপির ‘ভণ্ড নারীপ্রীতি’র পর্দাফাঁস








































































































































