কারা ক্ষতিপূরণ চেয়েছিল? এখন বিপ্লবী সাজছেন সব!

0
3

কারা ক্ষতিপূরণ চেয়েছিল? ক্ষতিপূরণ চেয়ে বিবৃতি কারা দিয়েছিল? আর এখন সব বিপ্লবী সাজছেন! ক্ষতিপূরণের পরিমাণ জাতীয় স্তরের গাইডলাইনেই আছে। তাহলে কেন এত কুৎসা? আর জি করের(RG Kar Medical College and Hospital) নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে সপাট জবাব দিল তৃণমূল (TMC)। কোনও মুখ রক্ষা বা মুখ বন্ধ রাখার জন্য নয়, জাতীয় স্তরের গাইডলাইন মেনেই নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এই মর্মে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিবৃতি কাদের? কবে? কারা ক্ষতিপূরণ চেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করের নির্যাতিতার বাড়ি যাওয়ার আগেই ক্ষতিপূরণ দাবি করেছিলেন বিদ্রোহী চিকিৎসকরা। তবু, মুখ্যমন্ত্রী সরাসরি টাকার কথা বলেননি। বলেছিলেন, মেয়েটির নামে কোনও ভাল কাজের কথা। বাবা-মা বলেছিলেন তা হবে বিচার পাওয়ার পর। তাই নিয়ে এত কুৎসা? কেন? মনে রাখবেন, ক্ষতিপূরণের পরিমাণে জাতীয় স্তরে গাইডলাইন আছে। তাহলে অপপ্রচার কেন?’ প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।