আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ফের পথে তিন প্রধানের সমর্থকরা

0
3

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ও দোষীর বিচারে দাবিতে ফের পথে নামল কলকাতা ফুটবলের তিন প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা। ১৮ আগস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনের পর ফের হাতে হাত রেখে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ও দোষীর বিচারে দাবিতে ফের পথে নামের তিন প্রধানের সমর্থকেরা। এদিন মিছিল যায় কলেজে স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত।

আর জি কর হাসপাতালে তরুণীর নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। আদালতের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু কলকাতা পুলিশের তদন্তকালীন গ্রেফতারির পরে কেন্দ্রীয় সংস্থার তদন্তে কোনও অগ্রগতিই নজরে পড়ছে না। ফলে বিচারের দাবি জোরালো হচ্ছে। সুবিচারের দাবিতে প্রতিদিন রাজপথে একাধিক রাজনৈতিক-অরাজনৈতিক ব্যানারে মিছিল হচ্ছে। এদিনও সেই দাবিতে পথে নামে লাল-হলুদ, সবুজ-মেরুন, সাদা-কালো সমর্থকরা।

গত ১৮ আগস্ট ডার্বি বাতিলের পর প্রতিবাদ হিসাবে যুবভারতীরর সামনে মিছিল বার করেছিল তিন প্রধানের সমর্থকেরা। মাঠের মধ্যে লড়াই হলেও, আর জি কর কাণ্ডে মাঠের বাইরে এদিনও এক সুরে সুর মেলালেন তিন প্রধানের সমর্থকেরা।

আরও পড়ুন- এখনই ছাড় নয় ব্রিজভূষণের, কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের মামলার পরবর্তী শুনানি ২৬ সেপ্টম্বর