অস্থির সময়ে ‘অ্যাকশনে’ নামার হুমকি দিলেন সুপারস্টার দেব! 

0
3

পুজো নয় বরং পুজোর পরেই কমার্শিয়াল ক্যারিশমা নিয়ে ভরপুর অ্যাকশনে নামতে চলেছেন সাংসদ অভিনেতা দেব (Dev)। হুংকার দিলেন বৃহস্পতির সকালে। তবে রিয়েল নয় সবটাই রিলের কাণ্ড। মুক্তি পেল দেবের ‘খাদান’ (Khadaan) ছবির টিজার। এক মিনিট উনিশ সেকেন্ড ধরে শুধুই মারকাটারি অ্যাকশনের ঝলক। ভাইরাল সমকালীন বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম সুপারস্টারের হুংকার ‘ফ্যামিলি নিয়ে আছি বলে অ্যাকশন ভুলেছি ভাবছিস?’ ব্যাস এতেই বাজিমাত।

আর জি কর কাণ্ডের জেরে পিছিয়ে যায় সুরিন্দর ফিল্মস (Surindar Films) প্রযোজিত দেব, যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) অভিনীত ‘খাদান’ সিনেমার টিজার মুক্তি। প্রতীক্ষার প্রহর গুনছিলেন দেবের ফ্যানেরা। বুধবারে জানা গেছিল লক্ষ্মীবারে ‘অ্যাকশন হিরো’ অবতারে ধরা দেবেন সাংসদ অভিনেতা। এতদিন ধরে অল্প অল্প ঝলকেই ‘প্রধান’ অভিনেতা বুঝিয়ে দিয়েছিলেন, টলিউডের গেম চেঞ্জার ছবি হতে চলেছে ‘খাদান’। ঝলকে সেই আভাস মিলেছে। রজনীকান্ত স্টাইলে দেবের মুখে দেখা গেল জ্বলন্ত বিড়ি।

বাইকে চেপে নায়ক এবং তাঁর সঙ্গীর (যিশু সেনগুপ্ত) চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙার দৃশ্যটি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর স্মৃতি ফেরাতে পারে।

ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকা সুপারস্টারকে একগাল দাড়ি, টল-ডার্ক-হ্যান্ডসাম লুকে দেখে পুরনো আমেজ ফিরে পাবেন অনুরাগীরা। ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। তবে পুজো নয় বরং ডিসেম্বরে ঠান্ডাই কয়লা খাদানের গরমাগরম মারপিট বড় পর্দায় তুলে ধরতে চলেছেন দেব।