মৃত চিকিৎসকের চাদর ‘বদল’ নিয়ে স্পষ্ট বিবৃতি দিল পুলিশ

0
1

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসক তরুণীর দেহের উপর সবুজ চাদর ছিল বলে, যে দাবি করেছিল পরিবার তা নস্যাৎ করে দিল পুলিশ। পরিবারের তরফে বলা হয় যে তাঁরা যখন দেহ দেখেছিলেন তখন সেখানে সবুজ চাদর ছিল। পরবর্তীতে যে ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসে সেখানে চাদরের রং নীল। এরপরই তথ্য প্রমাণ লোপাটের জন্য চাদর বদলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সমাজমাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়তেই স্পষ্ট বিবৃতি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য বাইরে আসছে। পরিবারের দাবি, যখন তাঁদের দেহ দেখানো হয়েছিল তখন ছিল সবুজ চাদর। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদরে মোড়া চিকিৎসকের দেহ। তাহলে কি কিছু লুকোতে বদলে ফেলা হয়েছিল চাদর? এই নিয়ে বিভ্রান্তি ছড়াতেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মৃতদেহের ঢাকা দেওয়া চাদরের রং নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। তিনি সাংবাদিকদের জানান, সেমিনার রুমে যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটার রং নীল ছিল। তিনি বলেন ছবি এবং ভিডিওগ্রাফি করার সময় যে তিনটি ধাপ থাকে অর্থাৎ ইনকোয়েস্ট, ফরেনসিক এবং সিজার তৈরি হওয়া। এই তিনটি পর্যায়ে চাদর নীল ছিল। এই ধরনের পদ্ধতির সময় উইটনেস বা সাক্ষী থাকে সে ক্ষেত্রে ডাক্তাররাও সেখানে উপস্থিত ছিলেন। এমনকি কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে তদন্তভার যায়, সেখানেও নীল রঙের উল্লেখ রয়েছে। কেস ডায়েরিতেও অন্য কোন রংয়ের কথা বলা নেই।