সম্প্রতি রাজ্যের সিভিক ভলেন্টিয়ার (Civic Volenteer) এবং ভিলেজ পুলিস ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়িয়েছিল রাজ্য সরকার। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল এ বছর ১৩ শতাংশ বোনাস বাড়ানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। আর্থিক অঙ্কে যা ৬ হাজার টাকা। সপ্তাহ কাটতে না কাটতেই ফের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। এবার বাড়নো হল টার্মিনাল বেনিফিটের টাকাও। আজ, বৃহস্পতিবার স্বরাষ্টর দফতরের তরফে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়েছে।


জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volenteer) ৬০ বছর বয়সের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে ৫ লক্ষ টাকা। আগে এর পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। অর্থাৎ, সিভিক ভলেন্টিয়ারদের ২ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা বাড়ালো নবান্ন।

১ এপ্রিল ২০২৪ থেকে যাঁদের অবসর তারাই এই বর্ধিত ভাতা পাবেন। অর্থ দফতরের পরে এবার ম্যাচিং অর্ডার ইস্যু করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। যদিও সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া মোড়, প্রকাশ্যে চাঞ্চল্যকর অডিও ক্লিপ








































































































































