বাংলাদেশের কাছে ল.জ্জার হার, পাক বোর্ড কর্তাদের ধুয়ে দিলেন ইমরান

0
2

ঘরের মাঠে বাংলাদেশের কাছে পাকিস্তানের টেস্ট হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের রীতিমতো ধুয়ে দিলেন ইমরান। জেল থেকেই সোশ্যাল মিডিয়ায় পিসিবি প্রধান মহসিন নাকভির সমালোচনা করেছেন। তার অভিযোগ, বোর্ডের বর্তমান কর্তারা দেশের ক্রিকেটকে ধ্বংস করছে।পিটিআই প্রধান ইমরানের নিশানায় মূলত নাকভি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেছেন, ক্রিকেট একমাত্র খেলা যা এই দেশের সকলে টেলিভিশনে দেখেন। কিন্তু সেই খেলাটাও এই দেশের অশিক্ষিত ও অকর্ম ক্রিকেট বোর্ড নষ্ট করে দিচ্ছে। নিজেদের স্বার্থ মেটাতে ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে ওরা।বিশ্বজয়ী অধিনায়কের মতে, পাক ক্রিকেটের সর্বস্তরে শুধু নিজের পছন্দের লোকেদের বসাচ্ছেন নকভি। আর তাতেই দলের এই দুর্দশা।

তিনি আরও বলেন, এই প্রথমবার আমরা টি-টোয়েন্টিতে বিশ্বকাপের নকআউটে উঠতে পারিনি। আর এবার বাংলাদেশের কাছে টেস্টে ১০ উইকেটে হারলাম। এটা পাক ক্রিকেটের নতুন লজ্জা। অথচ আড়াই বছর আগে এই পাকিস্তানই ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। আড়াই বছরে কী এমন হল যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই বিপর্যয়ের দায় বোর্ডকে নিতেই হবে। গত রবিবার ইতিহাসে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে পাকিস্তান দল। সেই হারের জেরে পাক ক্রিকেটে একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতি। ম্যাচ চলাকালীনই প্রকাশ্যে দেখা গিয়েছে অধিনায়ক এবং সহকারী কোচের দ্বন্দ্ব।