কেন ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযানে ধর্ষণে অভিযুক্ত? প্রশ্ন শুনেই হুমকি RSS-এর শুভঙ্করের

0
2

ছাত্র সমাজ, ছাত্র সমাজ- বলে যাঁরা এতদিন ধরে নবান্ন অভিযানের ডাক দিয়ে আসছিলেন, সোমবার সাংবাদিক বৈঠকে মেজাজ হারিয়ে অন্যতম নেতা শুভঙ্কর স্বীকার করে নিলেন, তিনি গর্বিত আরএসএস কর্মী। অন্যদিকে শ্লীলতাহানির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন শুভঙ্কর। অত্যন্ত অভব্য ভাবে আঙুল তুলে প্রশ্নকারীকে ‘চোপ’ বলে থামাতে বলেন তিনি। তবে এদিনের সাংবাদিক বৈঠক থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে আগামিকাল অর্থাখ ২৭ তারিখ নবান্ন অভিযান পুরোপুরি রাজনৈতিক কর্মসূচি। বিচারের দাবি নয়, দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের।

সোমবারের সাংবাদিক বৈঠকে আসার পর থেকে একে একে সব মুখোশ খুলে যায় শুভঙ্করের। চাপের মুখে স্বীকার করে নেন যে, তিনি একজন গর্বিত আরএসএস-এর সদস্য। এরপরই তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে চূড়ান্ত ঔদ্ধত্য দেখিয়ে অত্যন্ত অভব্য ভাবে প্রশ্নকারীকে ‘চোপ’ বলে চুপ করতে বলেন। পাশাপাশি শুভঙ্কর দাবি করেন, ‘বাংলায় বিরোধী রাজনীতি করতে গেলে সকলের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে।’ তাঁর বিরুদ্ধে ৩০ থেকে ৩২টি মামলা রয়েছে বলেও শুভঙ্কর জানান। প্রথম দিন নিজেকে ছাত্র হিসাবে পরিচয় দিলেও সোমবার শুভঙ্কর বলেন, ‘আমি শিক্ষকতা করি। সেই সঙ্গে ছাত্রও।’

আরও পড়ুন- ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে থাকছেন মমতা-অভিষেক, এবার বক্তা ছাত্রীরাও