আর জি কর নিয়ে তোলপাড় বাংলা। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যেই আরও একটি সরকারি হাসপাতালে পঞ্চদশী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল। রাজস্থানের যোধপুরের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন হাসপাতালের প্রাক্তন কর্মী।

ঘটনাটি ঘটেছে গত রবিবার। জানা গিয়েছে পরিবারের সঙ্গে ঝগড়া করে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে যায়। এইজন্য ওই পরিবারের তরফে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরিও করে। এরপর ওই কিশোরী হাসপাতাল চত্বরে এলে তাকে ভুলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই দুই যুবক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর সোমবার পুলিশ ওই কিশোরীকে হাসপাতাল চত্বর থেকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই যুবক তাকে গণধর্ষণ করেছে বলে সে জানায়। পুলিশ ওই যুবকের বিরুদ্ধে পকসো এবং ধর্ষণের ধারায় মামলা দায়ের করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেন। হাসপাতালের সুপার জানান, ওই দুজনের একজন আগে চুক্তির ভিত্তিতে কাজ করত বলে শুনেছি।
আরও পড়ুন- নবান্ন অভিযানের নামে তাণ্ডবে কেন রাশ পুলিশের? প্রতিবাদে মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের!





 
 
 
 



































































































































