বরাবরই ‘ঠোঁটকাটা’ বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukharjee)। যেকোনও বিষয় নিয়েই খোলাখুলি কথা বলতে ভালবাসেন। আর জি কর-কাণ্ড নিয়েও প্রথম থেকে তীব্র প্রতিবাদ জানান তিনি। আওয়াজ তোলেন “বিচার চাই”। তবে, আর জি করের (R G Kar Medical College And Hospital) মর্মান্তিক ঘটনার বিচারের দাবির সঙ্গে দুর্গাপুজোর কোনও বিরোধ নেই। স্বস্তিকার মতে, পুজোও চলবে, বিচারের দাবিও চলবে।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবি চেয়ে আন্দোলনের পাশাপাশি একাংশ থেকে উঠছে পুজো বয়কটের ডাক। তবে তাতে নিছক হুজুগ দেখছেন স্বস্তিকা (Swastika Mukharjee)। তাঁর স্পষ্ট বার্তা, গরিবের পেটে লাথি মেরে আন্দোলন হয় না। পুজো বন্ধের দাবি ইস্যুতে সমাজ মাধ্যমে তিনি লেখেন, পুজোর সঙ্গে জড়িয়ে আছে খেটে খাওয়া মানুষদের রুজিরুটি। তাঁরা খেতে না পেলে কেউ খোঁজ নিতে যান না। বলেন, ঢাকি থেকে ফুচকা বিক্রেতার মতো অনেকেই আছেন এই তালিকায়। যাঁরা সারা বছর অপেক্ষা করে থাকেন পুজোর সময় একটু বেশি রোজগার করে স্বস্তিতে দিন গুজরান করবেন বলে। তাই ‘হুজুগে’ প্রতিবাদীদের প্রতি অভিনেত্রীর বার্তা, “দুর্গাপুজো বন্ধ নয়। নিজের বোনাস ছেড়ে দিন”।
নৃশংস ঘটনা ঘটার পরে শুরু থেকেই স্বস্তিকা বলে এসেছেন, আর জি কর-কাণ্ডে সব অপরাধীর গ্রেফতার ও ফাঁসি চান তিনি। অবস্থানে অনড় থেকে আন্দোলন জারি রাখার পক্ষে সওয়াল করে তিনি। বলেন, “আন্দোলন চলুক আবেগে নয়, যুক্তিতে“। স্বস্তিকার কথায়, দশতলার উপরে থেকে বাকি দুনিয়া দেখতে ভালো লাগে। যাঁরা মাটিতে থাকেন তাঁরা জানেন কষ্টটা কী। তাই পুজো বন্ধের পোস্ট করে নিজের আবেগ মেটাবেন না। সাফ কথা, “পুজোও চলবে। বিচারও চলবে“।
গুটিকতক পুজো কমিটি জানিয়েছে, এই বছর রাজ্য সরকারের অনুদান তারা নেবে না। তবে সংখ্যাটা নেহাত আঙুলের গাঁট গোনা। আবার অনেক পুজো সংস্থা টাকা নেবে না বলে গুজবও ছড়িয়েছে। অনুদান বয়কট ইস্যুতে তৃণমূলের তরফে সম্প্রতি কুণাল ঘোষ বলেছিলেন, যে পুজো কমিটি আর জি কর ইস্যুর সঙ্গে পুজোকে মিশিয়ে টাকা নেবে না বলছে, তারা এত বছর যা নিয়েছে সবটা ফিরিয়ে দিক। রাজ্য সরকারের থেকে নেওয়া অন্যান্য স্কিমও ফিরিয়ে দিক। কটাক্ষ করে প্রশ্ন তুলেছিলেন, নিছক রাজনৈতিক চটকে লাভ কী? সেই সঙ্গে সবুজ শিবিরের পক্ষ থেকে কুণালের অবস্থান, অপরাধীদের ফাঁসি আমরাও চাই। তবে মৃত্যু নিয়ে রাজনীতি চাই না। এদিন একই সুর স্বস্তিকার কথায়।











































































































































