আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান হলেন তিনি। ২৭ আগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা যাচ্ছে, শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন জয় শাহ। শাহের নাম ঘোষণা করেছে আইসিসি। মাত্র ৩৫ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শাহ। বিসিসিআই-এর সচিব ছিলেন তিনি।

এদিন আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ বলেন, “ আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।“
ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। পঞ্চম চেয়ারম্যান হলেন জয় শাহ। চলতি বছর ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি। আগামী ৬ বছর এই পদে থাকবেন শাহ।
আরও পড়ুন- দুরন্ত কামব্যাক মোহনবাগানের, সেমিতে বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে সবুজ-মেরুন










































































































































