মোহনবাগান-বিএফসি ডুরান্ড সেমিফাইনাল ম্যাচে নিষেধ টিফো-ড্রাম-ব্যানার

0
1

আগামিকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের সামনে বেঙ্গালুরু এফসি। ডার্বি বাতিলের পর ফের রাজ্যে ফিরে এসেছে ডুরান্ড কাপ। মোহনবাগান ম্যাচের হাত ধরে ফিরছে ডুরান্ড। তবে তার আগে বেশ কিছু সতর্কতা জারি করেছে বিধাননগর পুলিশ। যা প্রকাশ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। যেখানে সমর্থকদের টিফো-ড্রাম-ব্যানার নিয়ে মাঠে প্রবেশে নিষেধ করা হয়েছে।

এদিন পুলিশের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, টিফো-ড্রাম-ব্যানার নিয়ে সমর্থকরা মাঠে প্রবেশ করতে পারবেন না। এমনকি স্মোক ক্যান্ডেলস ও কিংবা অন্যান্য দাহ্যপদার্থ নিয়ে ঢোকে যাবে না। এই কথা জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ও বেঙ্গালুরু দুটি দলকেই। এমনকি এই কথা জানিয়ে দেওয়া হয়েছে ডুরান্ড কর্তৃপক্ষকেও।

রাজ্যের বর্তমান পরিস্তিতির কারণে বাতিল হয়ে গিয়েছিল ডুরান্ড কাপের ডার্বি। এমনকি কলকাতা থেকে সরে গিয়েছিল ডুরান্ড। তবে ফের রাজ্যে ফিরিয়ে নেওয়া ডুরান্ড। সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে।

আরও পড়ুন- প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন