প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ সেন গোরান এরিকসন। মৃত্যুকালে এরিকসনের বয়স হয়েছিল ৭৬ বছর। ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। গত জানুয়ারিতে তাঁর ক্যানসার ধরা পড়ে। তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন এরিকসন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন তিনি। সোমবার সকালে সুইডেনের বাড়িতেই মৃত্যু হয়েছে এরিকসনের।এরিকসনের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর সুইডেনের এজেন্ট বো গুস্তাভসন।

২০০১ সালে প্রথম বিদেশি কোচ হিসাবে এরিকসনকে বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের ফুটবল কর্তারা। মিউনিখে জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডের ৫-১ ব্যবধানে জয় এরিকসনের কোচিং জীবনের অন্যতম বড় সাফল্য হিসাবে ধরা হয়। কোচ হিসাবে উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো, আইভোরি কোস্ট এবং ফিলিপিন্সের জাতীয় দলের কোচ হিসাবে কাজ করেছেন এরিকসন। চার দশকের বেশি সময় কোচিং করিয়েছেন এরিকসন। তবে
শুধু আন্তর্জাতিক সাফল্য নয়, ক্লাব ক্ষেত্রেও রয়েছে সাফল্য এরিকসনের। বেনফিকা, রোমা, লাজিয়ো, ম্যাঞ্চেস্টার সিটি, লেস্টার সিটির মতো ইউরোপের প্রথম সারির ক্লাবগুলির দায়িত্ব সামলেছেন তিনি।
আরও পড়ুন- পদক না পেলেও, অলিম্পিক্সের পর বিনেশের সম্পত্তি বেড়েছে সাতগুণ, আয় বিজ্ঞাপন থেকে










































































































































