টাকির ইছামতী নদী মানেই দুই বাংলার দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রার কথা মনে পড়ে। নদীর ধার পিকনিক স্পট হিসেবেও আকর্ষণীয়। এখানে রয়েছে একাধিক পর্যটন ও ঐতিহাসিক স্থান। তাই নদীর তীরে নয়া পর্যটক আবাস তৈরির উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর।
মুখ্যমন্ত্রী চেয়েছিলেন টাকিতে এমন একটি পর্যটক আবাস হোক যেখানে থাকতে পারবেন দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা। মুখ্যমন্ত্রী এই প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকেই চলছিল জমির খোঁজ। অবশেষে পাওয়া গিয়েছে ২ একর জমি। লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ কাজ সেরে ফেলার।কী কী দর্শনীয় স্থান আছে এখানে? মিনি সুন্দরবন, নন্দদুলাল মন্দির, একাধিক জমিদার বাড়ি, প্রাচীন রামকৃষ্ণ মিশন, জোড়া শিব মন্দির, পীর দর্গা, মাছরাঙা দ্বীপ, কুলেশ্বরী কালীবাড়ি আরও অনেক কিছু।












































































































































