বিরোধীদের বাক সংযমী হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর

0
3

রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, পরিস্থিতির সুবিধা নিয়ে ফায়দা না তুলে বরং সমস্যার সমাধানের দিশা দেখানো উচিত। এই ধরনের স্পর্শকাতর অবস্থায় বাক সংযমী হওয়া উচিত বিরোধীদের। রক্তদান শিবিরে এসে  আরজি কর প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মন্ত্রী বলেন,  যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিরোধী দলের নেতাদের একটা বড় ভূমিকা নেওয়া উচিত। পরিস্থিতির সুবিধা নিয়ে রাজনৈতিক ফায়দা বা অশালীন মন্তব্য না করে সমস্যার সমাধানে দিশা দেখানো উচিত। সেই কাজ না করে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানশূণ্য মন্তব্য করছেন।

আরজি কর কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রথম থেকেই দিয়েছেন। বর্তমানে আদালতের নির্দেশে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়েছে। তারা তদন্ত করছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ অপ্রাসঙ্গিক। শুধু তাই নয় মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘুরিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। রথীন ঘোষের কথায়, মুখ্যমন্ত্রী সহ গোটা তৃণমূল দল চায় অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক। এই তদন্তের জন্য সিবিআই যেখানে বা যাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করবে সেটা করবে। তা নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। কেউ দোষ করলে সে সাজা পাবে।