প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানাল পাকিস্তান (Pakistan)! আগামী অক্টোবর মাসেই সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে ইসলামাবাদে (Islamabad) আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। তবে এই সম্মেলনে মোদি যোগ দেবেন না কি অন্য কাউকে এই সম্মেলনে পাঠাবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শুধু ভারত নয় চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

এমনিতে SCO শীর্ষ সম্মেলনগুলিতে যোগ দিলেও শেষবার কাজাখাস্তানে নিজে না গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছিলেন মোদি। কিন্তু এবার তিনি যাবেন কি না তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বর্তমানে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, তাতে মোদির পাকিস্তান যাত্রা নিয়ে খুব আশানুরূপ ফলাফলের আশা করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী ১৫ এবং ১৬ অক্টোবর ইসলামাবাদে এই সম্মেলনের আয়োজন বসবে। SCO অন্তর্ভুক্ত দেশগুলি ঘুরিয়ে ফিরিয়ে এই বৈঠকের আয়োজন করে থাকে। তবে এবারের সম্মেলন আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। সেকারণেই প্রথামাফিক শাহবাজ শরিফ সব সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানিয়েছেন।


তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারেও ইসলামাবাদে সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি পাঠাবে ভারত। গত বছর গোয়ায় যখন SCO সম্মেলন হয়েছিল সেখানে নিজে না এসে তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে পাঠিয়েছিলেন শাহবাজ শরিফ। তবে সূত্রের খবর, নরেন্দ্র মোদির সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম, নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে SCO বৈঠকে যোগ দিতে পারেন বিদেশমন্ত্রী বা বিদেশ সচিব।











































































































































