আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের হত্যার ঘটনার পর দু’সপ্তাহ কেটে গিয়েছে ৷ সিবিআই তদন্তে এখনও অপরাধী অধরাই ৷ রবিবার আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমকে নিজাম প্যালেসে নিয়ে গেল সিবিআই। আরজি করের আর্থিক অনিয়মের তদন্তে রবিবার সকালে কেষ্টপুরে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। সকাল থেকে বিকাল পর্যন্ত তল্লাশি চালানো হয়।এরপরে রবিবার বিকেল ৪টে নাগাদ দেবাশিসকে নিয়ে তার বাড়ি থেকে সিবিআই পৌঁছয় নিজাম প্যালেসে।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত দেবাশিস।
বিস্তারিত আসছে…..






































































































































