এবার ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই দুই বন্ধুর বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে পুলিশ ওই দুই বন্ধুকে গ্রেফতার করেছে। তাদের একজনের বয়স ১৬, অন্যজনের ১৭। অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে নির্যাতিতাকে জোর করে মদ্য পান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর অভিযোগ, ব্ল্যাকমেল করার জন্য গোটা ধর্ষনের ঘটনার ভিডিও করে দুই অভিযুক্ত। হয়েছে। জানা গিয়েছে, ঘটনা বেশ কয়েক মাস আগের। কিন্তু নির্যাতিতা কিশোরী ভয়ে ও লজ্জায় বাড়িতে জানাতে পারেনি। ঘটনা পুনের (Pune)।
সম্প্রতি, ঘটনাটি বাড়ির লোককে জানায় ওই নাবালিকা। তারপরেই নিগৃহীতার বাবা পুনের (Pune) একটি থানায় এফআইআর নথিভুক্ত করেন। তদন্তকারী পুলিশ অফিসার জানান, “নির্যাতিতা এবং চারজন নাবালক অভিযুক্তরা বন্ধু। আমরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই নাবালককে আটক করেছি। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয় এবং বর্তমানে পর্যবেক্ষণ হোমে রাখা হয়েছে। একজন মেয়েকেও এই অভিযোগে আটক করা হয়েছে।”
নির্যাতিতার বাবার এফআইআর অনুসারে, তার মেয়েকে প্রথমে ১৭ বছর বয়সী ছেলে ধর্ষণ করেছিল। পরে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা মেয়েটি নির্যাতিতেকে ওই ছেলের বাড়িতে যেতে বাধ্য করে বলে অভিযোগ। তার বাড়িতে, মেয়েটিই নির্যাতিতাকে মদ্যপান করতে বাধ্য করে। এরপরে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ এবং মোবাইল ফোনে গোটা ঘটনার রেকর্ডও করা হয়েছিল।
অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ 376 (ধর্ষণ), 363 (অপহরণ), 328 (অপরাধ করার অভিপ্রায়ে বিষ বা অন্যান্য পদার্থ দিয়ে ক্ষতি করে) এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) এবং যৌনতা থেকে শিশুদের সুরক্ষার প্রাসঙ্গিক বিধানের অধীনে অপরাধ (POCSO) আইনে মামলা করেছে।
আরও পড়ুন:টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, উত্তাল ডবল ইঞ্জিন অসম, বনধের ডাক পড়ুয়াদের