বদলাচ্ছে না সময়সূচি, জন্মাষ্টমীর দিন কমছে মেট্রোর সংখ্যা

0
3

জন্মাষ্টমীর (Janmasthami) দিন কলকাতায় (Kolkata) মেট্রো কম চলবে। মেট্রো রেল (Metro Rail) সূত্রে খবর, আগামী সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৮৮ টির বদলে চলবে ২৩৪টি মেট্রো। অন্যদিকে, ১০৬-র বদলে ৯০টি মেট্রো পরিষেবা চালু থাকবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে। পাশাপাশি ১৩০ টির বদলে ১২২টি মেট্রো চালানো হবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড রুটে। তবে ছুটির দিনে পরিষেবা কমলেও প্রতিদিনের নির্ধারিত সময় সূচি মেনেই এই তিন রুটে মেট্রো চলাচল করবে বলে সাফ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ওইদিন দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শাখায় সকাল ৬টা ৫০ মিনিট থেকেই চালু হবে প্রথম মেট্রো। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো সকাল ৭টায় শুরু হবে। অন্যদিকে শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচিতে কোনও বদল করা হয়নি। অন্যান্য দিনের মতো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শাখায় রাত ৯টা ২৮ মিনিট এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে রাত সাড়ে ৯টায় পাওয়া যাবে শেষ পরিষেবা।

অন্যদিকে, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো করিডোরে স্বাভাবিক থাকবে পরিষেবা।