সকাল গড়িয়ে তখন সবে দুপুর, ব্যস্ত রাস্তায় আচমকাই উড়তে দেখা গেল সারি সারি নোট (Notes)। না জাল বা ফেলে দেওয়া নয়, একেবারে হাতেগরমে মিলছে কড়কড়ে নোট। সেই টাকা কুড়োতেই ব্যস্ত রাস্তায় লেগে যায় হুড়োহুড়ি। যার জেরে দিনের ব্যস্ত সময় রাস্তায় তৈরি হল তীব্র যানজট (Traffic)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা পুলিশের (Police)।

হায়দরাবাদের (Hyderabad) কুকাটপল্লির এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উড়ে আসা সেই টাকা কুড়োতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে পথচলতি মানুষ। বাইক, অটো রেখে তখন ব্যস্ত রাস্তার উপরেই টাকা কুড়োনোর ধুম পড়ে যায়। আসলে সবই মহাদেবের কীর্তি। তবে এই মহাদেবের আসল নাম পাওয়ার হর্ষ। পেশায় ইউটিউবার এমন কাণ্ড ঘটিয়েছেন ভাইরাল হওয়ার কারণেই। সূত্রের খবর, এদিন কখনও মাঝ রাস্তায় দাঁড়িয়ে আবার কখনও চলন্ত বাইকের ব্যাক সিট থেকে তিনি মুঠো ভরে আকাশে টাকা ওড়াচ্ছিলেন।


তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। ইউটিউবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠছে।











































































































































