কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের রক্তদান শিবির, যোগ দিলেন ১৫০-র বেশি সদস্য

0
2

রক্তদান মহৎ দান। রক্তের চাহিদা মেটাতে বহু সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন।রাজ্যের অনেক হাসপাতালে রক্তের চাহিদার তুলনায় যোগান কম।সেই কথা মাথায় রেখে শুক্রবার কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল।দেড়শোর বেশি সদস্য স্বেচ্ছায় এই শিবিরে রক্তদান করেছেন।এদিন সংগ্রহ করা রক্ত রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে। আগামী দিনেও এই ধরণের কর্মসূচির আয়োজন করবেন তারা।

কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় বলেন, রক্ত দেওয়া অত্যন্ত ভাল কাজ। রক্ত দিলে আবার শরীরে নতুন রক্ত তৈরি হয়।অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে এখানে রক্ত নেওয়া হচ্ছে।সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠান চলে দুপুর ৩টা পর্যন্ত।এদিন রক্ত সংগ্রহ করে আরজি কর ব্লাড ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক।