আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে প্রতিবাদ।বৃহস্পতিবার চিনার পার্কের মোড়ে আরজি করের নারকীয় ঘটনার প্রবাদে আয়োজিত প্রতিবাদী সভায় বক্তব্য রাখলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার ওপর আমাদের আস্থা আছে।এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু,  সাংসদ কাকলি ঘোষ দস্তিদার!তাদের আশা, “তিলোত্তমা”র ন্যায়বিচার হবেই।
 
 
 
 



 
 
 
 





 


























































































































