ঘড়ির কাটায় দুপুর ১২:১০, সিজিও কমপ্লেক্স (CGO) থেকে নীল কাপড়ে মাথা-মুখ ঢাকা অবস্থায় বের করা হলো আর জি কর হাসপাতালে (RG Kar hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Roy)। গণরোষের আশঙ্কায় কলকাতা পুলিশের RAF এবং সিআরপিএফ (CRPF) জওয়ানদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রট (এসিজেএম) আদালতে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে তাঁকে পেশ করা হবে বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এদিন সিজিও কমপ্লেক্স (CGO) থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের তরফে অভিযুক্তকে একাধিক প্রশ্ন করা হলেও তাঁর তরফে কোনও উত্তর মেলেনি। কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা তাঁকে দ্রুত গাড়িতে তুলেই দরজা বন্ধ করে দেন।
আর জি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃতের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। আজ আদালতে সঞ্জয়ের জেল হেফাজতের আবেদন করবে কেন্দ্রীয় সংস্থা এমনটাই মনে করা হচ্ছে। অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষার আবেদনও জানানো হয়। ধৃতের এই বিষয়ে সম্মতি না থাকলেও আদালত কী সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় তদন্তকারী অফিসাররা।