আগামিকাল ডুরান্ড কোয়ার্টার ফাইনালে বাগানের সামনে পাঞ্জাব, ম্যাচ নিয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?

0
3

আগামিকাল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা।

আগামিকাল ডুরান্ডে বাগানের সামনে পাঞ্জাব। তবে ইতিমধ্যেই দলের শক্তি বাড়াতে অনুশীলনে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রাতস। অনুশীলনে পুরনো ছন্দেই পাওয়া যাচ্ছে তাঁকে।বুধবার ডুরান্ড খেলতে যাওয়ার আগে সকালে একেবারে হালকা মেজাজ অনুশীলন করেন মোহনবাগান ফুটবলাররা। নিজেদের মধ্যে বন্ডিং এবং মন সংযোগ বাড়াতে মজার ছলে অনুশীলন সেরে নেন মোহনবাগান কোচ। সেখানে ছিল ক্রসবার চ্যালেঞ্জ, কর্ণার থেকে সরাসরি বল জালে জড়ানো, দুই প্রান্ত থেকে বল ভাসানো এবং নির্দিষ্ট জায়গা থেকে তা রিসিভ করা সমস্ত কিছুই চলেছে।

আগামীকাল কঠিন ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। আইএসএল-এর এই ক্লাবকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ। পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা তৈরি বলেই জানন মোলিনা। জানালেন, এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না সবুজ-মেরুন কোচ।

আরও পড়ুন- রেকর্ড গড়লেন রোনাল্ডো, তবে মাঠে নয় মাঠের বাইরে