মধ্যরাতে কাঁকুড়গাছির লোহা পট্টিতে বিধ্বংসী আগুন!

0
3

রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire)। দেড়টা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় উল্টোডাঙ্গা চত্বরের আকাশ। কাঁকুড়গাছির (Kankurgachi) লোহা পট্টিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক গুদাম। হতাহতের কোনো খবর না থাকলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন।

স্থানীয়রা বলছেন জনবহুল এলাকা হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। লোহা পট্টির গুদামগুলিতে প্রচুর পরিমাণ প্লাস্টিক মজুত থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কীভাবে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়।