আরজিকর-কাণ্ডের মধ্যেই শোরগোল। পরিচালক অরিন্দম শীলের (Arindam Shil) বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করলেন এক অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁর অভিযোগের ভিত্তিতে বুধবার অরিন্দমকে তলব করে জেরা করল রাজ্য মহিলা কমিশন। সূত্রের খবর, এক্স=প্রেম নামে এক ছবির (Film) শুটিংয়ের সময় দৃশ্য বোঝানোর নামে অভিনেত্রীকে স্পর্শ করে অশালীন আচরণ করেন অরিন্দম। অভিনেত্রী আপত্তি করেন। তারপর তাঁর এক বন্ধুকে সবটা জানান। তখন অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই মহিলা কমিশন অরিন্দমকে ডাকে। বুধবার, অরিন্দম (Arindam Shil) গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে আসেন। এই অরিন্দম শীলই আবার আরজিকর-কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন। উল্লেখ্য, অতীতে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও এই ধরণের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ তুলেছিলেন সুস্মিতা সেন। তখন জল আইনি দিকে না গড়ালেও বিভিন্ন ফিল্ম ম্যাগাজিনে বিতর্কটি প্রকাশিত হয়েছিল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.