সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক! R G Kar-র প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগে চাঞ্চল্য

0
1

আর জি কর (R G Kar) কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এবার ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি (Akhtar Ali)। তাঁর অভিযোগ, হাসপাতালে বেওয়ারিশ লাশ বিক্রি করতেন সন্দীপ। প্রাক্তন ডেপুটি সুপারের এমন অভিযোগে বিপদ আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আখতার আলি সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, হাসপাতালে বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করতেন সন্দীপ। এমনকী হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্টও সন্দীপ বাইরে বিক্রি করতেন বলে অভিযোগ! নিজের অতিরিক্ত নিরাপত্তরক্ষীদের কাছে সেই সব সামগ্রী টাকার বিনিময়ে সন্দীপ বিক্রি করে দিতেন। আগে তাঁর নামে অভিযোগ দায়ের হলেও লাভের লাভ কিছুই হয়নি। প্রাক্তন ডেপুটি সুপারের আরও অভিযোগ,  এই কাণ্ডে সন্দীপের জাল বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। আর জি করের বায়ো মেডিক্যাল ওয়েস্ট ওপার বাংলায় পাচার করে দেওয়া হত বলে অভিযোগ। পাশাপাশি আখতার আলির দাবি, পরীক্ষায় পড়ুয়াদের নম্বর বাড়ানোর জন্য মোটা অঙ্কের ঘুষও নিতেন সন্দীপ।

ইতিমধ্যে অর্থ তছরুপ ছাড়াও একাধিক অভিযোগ প্রকাশ্যে এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আখতার আলি। পাশাপাশি তাঁর নিজের নিরাপত্তার আবেদনও জানিয়েছেন আদালতে।