ইরানে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা! মৃত ৩৫ পাকিস্তানি পুণ্যার্থী

0
3

শিয়া ধর্মাবলম্বী পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় বাস (Bus) উল্টে বড়সড় দুর্ঘটনা! মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাকিস্তান (Pakistan) থেকে ইরানের (Iran) দিকে যাচ্ছিল বাসটি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ইরানের ইয়াজাদ শহরে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীবোঝাই বাসটি। ওই বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ১৪ যাত্রীকে স্থানীয় অবস্থায় ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায় এবং যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, শিয়া সাধক আরবাইনের মৃত্যুদিন উপলক্ষে তাঁর স্মরণে ইরাকে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তবে এদিন রাতে ইরানের ইয়াজাদ প্রদেশে আসতেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে, বাসের চালক আচমকা ব্রেক কষতেই ঘটে যায় বিপত্তি। বাসটি উল্টে যেতেই তাতে আগুন লেগে যায় বলে খবর। পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই সিন্ধু প্রদেশের লারকানা এবং ঘোটকি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দুর্ঘটনায় অন্তত ১১ মহিলা ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন বলে ইরান প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৮ জন। যাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। অন্যদিকে দুর্ঘটনাস্থলেই ৩০ জন যাত্রী প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি করা হলে আরও ৫ জনের মৃত্যু হয়।

তবে ইরানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। ইতিমধ্যে আহতদের জরুরি চিকিৎসার জন্য শহরের সব হাসপাতালগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের।